সাত বছর পর আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সম্মেলন। ওইদিন রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।
এরই অংশ হিসেবে মহানগর দক্ষিণ জাপার ওয়ার্ডে ওয়ার্ডে তিন মাস ধরে চলছে কর্মীসভা। দক্ষিণ জাপার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে সাত হাজারের মতো নেতাকর্মী অংশ নেবেন এ সম্মেলনে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং বর্তমান সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে উপস্থিত ছিলেন।
আগামী ১২ মার্চের সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বাবলা বলেন, “আশা করছি, নান্দনিক সম্মেলন হবে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। পাশাপাশি বর্ণিল ও ডিজিটালাইজড করার জন্য এক মাস ধরে একাধিক টিম কাজ করছে।”
এছাড়া সম্মেলন ঘিরে দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) বিশাল আকৃতির ছবি দিয়ে দুই ধরনের পোস্টার সাঁটানো হয়েছে নগরজুড়ে। ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে থানা-ওয়ার্ডের অলিগলিতে। নগরীর বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে তোরণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচারণা।
এদিকে দলীয় সূত্রে আরও জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। সভাপতিত্ব করবেন সৈয়দ আবু হোসেন বাবলা।
এছাড়াও জাতীয় পার্টির ইতিহাস এবং এইচ এম এরশাদ ও জি এম কাদেরের ওপর বিশেষ উপস্থাপনা থাকবে।